টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবন গোপনে বিক্রি

খাগড়াছড়িঃ জেলার গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। কোনো টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে গোপনে বিক্রি করে দিয়েছেন তিনি। সরকারি টেন্ডার ও অনুমতি ছাড়াই একদিনের নোটিশে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের নাম করে পুরাতন ভবন ভেঙে ও গাছ-গাছালি কেটে সাবাড় করে ফেলেছেন তিনি। পুরাতন ভবনের ইট, লোহা, ইট ও গাছ বিক্রয়ের জন্য নিলামের ডাক দেয়া হলে কোনো এক অদৃশ্য কারণে সেই নিলাম বাতিল করা হয়। পরে সেগুলোর প্রায় অর্ধেক সিন্ডিকেটের নিকট বিক্রয় করে হাতিয়ে নিয়েছেন অর্থ। এই বিষয়ে বিদ্যালয়টির সিনিয়র সহকারী শিক্ষক কাজী আব্দুস সালাম বলেন, ভবন ভেঙে যেসব ইট, টিন ও লোহা পাওয়া গেছে সেগুলোর বেশির ভাগই বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হয়েছে। তবে কিছু সংখ্যক টিন ও লোহা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের নিকট বিক্রয় করা হয়েছে। তবে কতোটুকু টিন বিক্রয় করা হয়েছে তা জানা নেই। হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা বর্তমানে ৬শ’। ৬শ’ শিক্ষার্থীর জন্য ক্লাস রুম ৮টি।

অনুমতি বিহীন বিদ্যালয়ের ভবন ভাঙার কারণে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে শিক্ষার্থীরা। অতিরিক্ত তাপদাহের মধ্যে যেখানে এক বেঞ্চে ৩ জনের বসার কথা সেখানে ৬ জন গাদাগাদি করে বসতে হচ্ছে। সচেতন মহল দাবি জানান, এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এসব বিষয়ে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়