টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৭০ কিশোর

বরিশালঃ ছোট ছোট শিশু শিক্ষার্থীরা টানা একমাস মসজিদে জামাতে নামাজ আদায় করে জিতে নিল ১৭০টি বাইসাইকেল। আর এ ব্যতিক্রমী আয়োজনটি ছিল বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেনের। গত রমজান শুরুর আগে তিনি তার ১৬ নং ওয়ার্ডের স্কুল পড়ুয়া শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশ্য পুরস্কারের এ ঘোষণা দিয়েছিলেন। যারা পবিত্র রমজানের প্রথম দিন (২৪ মার্চ) থেকে একটানা এক মাস মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তাদের সবাইকে পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ পুরস্কার তুলে দেন।

ওই সময় মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত জামাত শেষে ইমামের স্বাক্ষর সংগ্রহ বাধ্যতামূলক করে দেন। রমজান মাস শেষে ১৬ নং ওয়ার্ডের ১৭০ জন শিশু-কিশোর নগরীর ব্রাউন কম্পাউন্ডের মসজিদে জামাতে টানা ৩০ দিন নামাজ আদায়ের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।

পরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা, কাউন্সিলর রাজিব হোসেনের নির্বাচনে পরাজয় ও বিভিন্ন দৌড়ঝাঁপের কারণে এই পুরস্কার প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়।

গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ১৭০ জন শিশু কিশোরের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরষ্কার হিসেবে তুলে দেন।

এ সময় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যত যাই ঘটুক, কথা দিলে তা রাখতে হবে। কোমলমতি শিশুদের সঙ্গে করা ওয়াদা পূর্ণ হয়েছে। রাজিবের ওয়াদা পূরণ করতে সাহায্য করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়