ক্রীড়া ডেস্ক :
আজ (২৮ জুন) ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ৩৫তম ম্যাচে ডারহামে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
এদিকে দক্ষিণ আফ্রিকা আজ খেলতে নামবে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে। অফ ফর্মে থাকা ডেভিড মিলারের পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার জেপি ডুমিনি। ফাস্ট বোলার লুঙ্গি এনগিদিকে বসিয়ে নেয়া হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াস।
বিটিভি, গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।