টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক :

আজ (২৮ জুন) ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ৩৫তম ম্যাচে ডারহামে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

এদিকে দক্ষিণ আফ্রিকা আজ খেলতে নামবে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে। অফ ফর্মে থাকা ডেভিড মিলারের পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার জেপি ডুমিনি। ফাস্ট বোলার লুঙ্গি এনগিদিকে বসিয়ে নেয়া হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াস।

বিটিভি, গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

শ্রীলঙ্কা একাদশ: শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা,  আভিশকা ফার্নান্দো,  কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জীবন মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা। 
দক্ষিণ আফ্রিকা একাদশ:হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির।