টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুল শিক্ষক আহত

গাজীপুরঃ জেলার টঙ্গী রেল স্টেশন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ফরহাদ হোসেন (৩০) নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তিনি গাজীপুর শাহীন ক্যাডেট স্কুল একাডেমীর বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষক ফরহাদ কুড়িগ্রামের রাজারহাট থানার বারশুদাই গ্রামের হাক্কানী মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুর এলাকায় ভাড়া থাকেন।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শিক্ষকের বন্ধু শরীফ মিয়া জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফরহাদ হোসেন তার এক বন্ধুর সাথে ভৈরবে দেখা করতে যাওয়ার জন্য রিকশায় করে টঙ্গী রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে দাঁড়ায়। তার কাছে থাকা টাকা–পয়সা ছিনিয়ে নিতে চায়। শিক্ষক ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার পেটে ছুরি দিয়ে আঘাত করে টাকা–পয়সা নিয়ে চলে যায়। পরে মোবাইল ফোনে আমাদেরকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত শিক্ষকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়