নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে ঝালকাঠিতে। অদ্য ২৯ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলায় শ্রেষ্ঠত্বের অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজ।
আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার, জেলা শিক্ষা অফিসের গবেষণা ও মূল্যায়ন কর্মকর্তা পাপিয়া সুলতানা।
অনুষ্ঠানে ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ইউনুস আলী আকন জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কলেজ)’র পুরস্কার গ্রহন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে জেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন ঝালকাঠী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ। ঝালকাঠির সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুলতান আহমেদ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,মো. মাহবুবুর রহমান,সুপারিন্টেন্ডেন্ট, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইন্সটিটিউট কে জেলায় শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার প্রদান করা হয়।
জেলায় কারিগরি শাখার শিক্ষক ও শিক্ষা বিষয়ক জনপ্রিয় অনলাইন শিক্ষাবার্তার বার্তা সম্পাদক বিন-ই-আমিন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন।
এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলন কান্তি দাস,মাদরাসায় ঝালকাঠি এনএস কামিল মাদরাসার মিজানুর রহমান ও কলেজ শাখায় রাজাপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হোসন মামুন পুরস্কার গ্রহণ করেন।