চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ডে ঝরনার পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ছরছরি ঝরনায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহত ছাত্রের নাম এ কে এম নাইমুল হাসান (২৯)।
তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার দক্ষিণ কাট্টলী নাথপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি।
থানা সূত্রে জানা যায়, নাইমুল হাসান তার তিন বন্ধুর সঙ্গে সকাল ১১টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া পাহাড়ে অবস্থিত ছরছরি ঝরনা দেখতে যান। সেখানে নাইমুলসহ তিনজন সাঁতার কাটতে নামেন।
একজন সাঁতার না জানায় ওপরে অপেক্ষা করছিলেন। সাঁতার কেটে গোসলের এক পর্যায়ে নাইমুল পানিতে তলিয়ে যান। পরে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি। শেষে তারা ৯৯৯-এ ফোন করলে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাটি জানতে পেরে সেখানে অভিযান শুরু করে।
ঘটনাস্থলে পৌঁছে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দলও।
ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া ঘটনা নিশ্চিত করে জানান, তারা দুপুর পৌনে ১টায় লাশ উদ্ধার করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়