নিজস্ব প্রতিবেদক :
জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে জেলখানায় দেখতে যেতে রোববার (২১ জুলাই) স্কুল ছুটি ঘোষণা করা হয়। ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাসহ এলাকাবাসী।
জানা গেছে, গত ১৯ জুলাই রাত সাড়ে ১১টায় জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে (৪৫) ইয়াবা সেবন অবস্থায় ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে উজিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ২০ জুলাই তাকে জেল হাজতে পাঠানো হয়। ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রদী গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে।
এ ব্যাপারে জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. আউয়াল বলেন, আমরা ঐভাবে স্কুল বন্ধ ঘোষণা করিনি। সব শিক্ষক বিরতিহীনভাবে ৬টি ক্লাস শেষ করে বরিশালে জেল গেটে সভাপতিকে দেখতে যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল হক বলেন, আমরা বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বলেন, এ ধরনের ঘটনায় কোনো ক্রমেই স্কুল বন্ধ ঘোষণা করতে পারে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।