জামালপুরঃ জেলার রৌমারি বিলে জুয়ার আসরে পুলিশের অভিযানের কথা শুনে মমিনুল ইসলাম রিপন (৪৮) নামে এক শিক্ষক পানিতে ঝাঁপ দিয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুরের চান্দেরহাওড়া গগণপুর এলাকার ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শিক্ষক রিপন ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে শিক্ষক মমিনুল ইসলাম রিপন বাড়ি থেকে বাইরে বের হন। রাত ১টা পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকে।
এদিকে শুক্রবার সকালে চান্দেরহাওড়া গগণপুর এলাকায় ঝিনাই নদীতে একটি লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন ওই শিক্ষকের লাশ শনাক্ত ও পুলিশ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গতকাল রাতে হাজিপুরের ভাদুরিপাড়া এলাকার মুজা মিয়া নামে এক ব্যক্তি শিক্ষক রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তিনি প্রায়ই এভাবে রিপনকে ডেকে নিয়ে যেতেন।
এদিকে মুজা মিয়া পরিবারের কাছে জানান, পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালায়। এসময় শিক্ষক রিপনসহ ৬জন দৌড়ে ঝিনাই নদীতে ঝাঁপ দেন। পরে ৫ জন সাঁতরে তীরে উঠে আসলেও রিপন প্রাণ নিয়ে ফিরতে পারেননি।
এব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়া খেলার সময় রৌমারি বিল থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুর বিষয়টি তিনি জানেন না, তবে হাজিপুরে একজন মারা গেছে, কিন্তু কী কারণে তা জানেন না বলেও মেলান্দহের ওসি জানান।
এদিকে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন বলেন, শুনেছি একজন জুয়া খেলার সময় বিলের পানিতে ডুবে মারা যান। আবার শুনেছি ঘুরতে গিয়ে পানিতে পড়ে মারা গেছেন। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়