বরিশালঃ বরিশাল বিএম কলেজের অশ্বিনী কুমার হলে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন আবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি, নতুন হল। এ হলের জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে এরই মধ্যে আহত হয়েছেন অনেকে। কলেজ অধ্যক্ষ বললেন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, অশ্বিনী কুমার হলের এ ব্লকের অবস্থা খুবই নাজুক। ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে থেকে পড়াশোনা করতে হয় এ হলের আবাসিক শিক্ষার্থীদের।
রফিক নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে হলে থাকি। সব সময় দুশ্চিন্তায় দিন কাটে। কখন জীবন হারাই।’
আমিন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘হলে টাকা দিয়ে থাকি। তারপরও কেন জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাবো? দ্রুত এসব হল বাতিল করে নতুন হল চাই।’
শুধু হলের এ ব্লকই নয়, খারাপ অবস্থায় আছে হলের বি ব্লকও। সম্প্রতি হলটির ২টি রুমও পরিত্যক্ত ঘোষণা করেছে কলেজ প্রশাসন। হলগুলো অনিরাপদ হওয়ায় প্রায়ই আহত হচ্ছেন শিক্ষার্থীরা। ফলে আশঙ্কায় দিন কাটছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, সম্প্রতি নতুন হলের দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। দ্রুত হলগুলোর বিষয়ে সিদ্ধান্ত না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ‘কলেজের প্রতিটি হলের অবস্থাই নাজুক। এছাড়া অশ্বিনী কুমার হলের ৪টি ব্লকের দুটিই বসবাসের অনুপযোগী। তাই আর সংস্কার নয়, দ্রুত নতুন ভবন চাই।’
এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে একমত কলেজ কর্তৃপক্ষও। শিক্ষা প্রকৌশল অধিদফতরের সঙ্গে কথা বলে হলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া।
কলেজটিতে বর্তমানে ২২টি বিষয়ে ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়