ঢাকাঃ দেশের বাইরে পড়ালেখা করতে চাইলেই ‘আইইএলটিএস’ যেন কমন একটি চাহিদায় পরিণত হয়েছে। তবে জার্মানির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ভর্তি হওয়া যাচ্ছে। পাশাপাশি এসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে।
তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। আবার কিছু ক্ষেত্রে ভর্তির পর মিলতে পারে বৃত্তিও। এক্ষেত্রে অনেক সময় আন্ডারগ্র্যাজুয়েট শেষে বৃত্তি পাওয়ার সুযোগ বেশি।
এমন জার্মান বিশ্ববিদ্যালয়গুলো হলো—
১) ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন, ২) ইউনিভার্সিটি অব সিয়েজেন, ৩) ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন, ৪) ইউনিভার্সিটি অব গিজেন। ৫) ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ অ্যান্ড ল্যান্ডউ, ৬) ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অব টেকনোলজি, ৭) এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স।
জানা গেছে, শীর্ষস্থানীয় এসব বিশ্ববিদ্যালয় বৃত্তির সুযোগ ও স্নাতকের পর কর্মসংস্থান অনেকটা নিশ্চিত করে। এছাড়াও আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক পাঠ্যক্রম ও জার্মানিতে নিখরচায় পড়ার সুযোগ করে দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়