ঢাকাঃ যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির শাস্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিলকক্ষে সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা গত ২০ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক আসিফ আল মামুনকে মারধরের ঘটনায় জড়িতদের বিচার, মাস্টারপ্ল্যান প্রণয়ন করে গাছ কাটা বন্ধ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সৌমিক বাগচীর হামলাকারীদের বিচারের দাবি জানান।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ (একাংশের) আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম দাবি মাহমুদুর রহমান জনির বিচারকাজ শেষ করে দ্রুত শাস্তি নিশ্চিত করা।
জনির বিরুদ্ধে অধিকতর তদন্ত কমিটি গঠনের পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও বিচার হয়নি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ন করে যত্রতত্র গাছ কাটা বন্ধ করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ওমর ফারুক বান্নাহ বলেন, ‘আমরা দেখেছি প্রশাসন নিপীড়ক শিক্ষক জনির বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নামের যে নিপীড়ক রয়েছেন, তাঁকে অবিলম্বে বহিষ্কার করা হোক।
মাববন্ধনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহাগী সামিহা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে গাছ কাটা হচ্ছে। যৌন নিপীড়ক শিক্ষক শাস্তি না পেয়ে স্বাধীনভাবে একাডেমিক কাজ করছেন। সাংবাদিকদের ওপর একের পর এক হামলা হচ্ছে। সাংস্কৃতিক কর্মীকে মারধর করা হচ্ছে।
কিন্তু প্রশাসন কোনো বিচার করছে না। আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে মাস্টারপ্ল্যান ছাড়া কোনো ভবন নির্মাণ চলবে না। নির্বিচারে গাছ কাটা চলবে না। বিশ্ববিদ্যালয়ে কোনো নিপীড়ক শিক্ষক হিসেবে থাকতে পারবেন না।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়