জাবি উপাচার্যকে গালি দেওয়া শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, একজন শিক্ষক উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার মত অগ্রহণযোগ্য আচরণ করেছেন৷ এর মাধ্যমে শিক্ষকতার মহান পেশায় কালিমা লেপন করা হয়েছে৷ পাশাপাশি পুরো দেশের কাছে বিশ্ববিদ্যালয় পরিবারকে হেয় করা হয়েছে। এর আগেও প্রশাসনপন্থি একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলেও সুষ্ঠু সুরাহা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। আমরা অভিযুক্ত শিক্ষকের ‘অসংলগ্ন’ কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

এতে আরো বলা হয়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত নৈতিক অসচ্চরিত্রতার (moral turpitude) অভিযোগ প্রমাণিত হলে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ’ অনুযায়ী অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত যেকোন সংকটময় পরিস্থিতির দায় উপাচার্যকেই বহন করতে হবে।

জানা যায়, গত সোমবার পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির ৫২ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। এতে জাবি উপাচার্যকে অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ করতে শোনা যায়৷

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়