নিউজ ডেস্ক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা কীভাবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবেশ পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.