জাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ‘ইফসা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা) বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘নবীনবরণ ২০১৯’ এর আয়োজন করা হয়।

সিকদার সঞ্চিতা তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সুকল্যান কুমার কুন্ড, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাশহুরা শাম্মী।

এছাড়া অনুূষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের নগরকান্দার অ্যাসিস্টেন্ট কমিশনার আহসান মাহমুদ রাসেল।

এর আগে নবীন শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে সেরা ১০জনকে পুরস্কার দেওয়া হয়। এদের মধ্যে প্রথম তিনজনকে একবছর ব্যাপি শিক্ষা সামগ্রী দেওয়া হবে।