জাতীয়করণের দাবিতে স্লোগানে মুখরিত সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন

এম এ কাশেম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: জেলার নালিতাবাড়ীতে সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয় শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবি নিয়ে মাঠে স্লোগানে স্লোগানে মুখরিত।

মঙ্গলবার (১৪ মার্চ) চার ঘন্টা ক্লাস নেওয়ার পর ৩ ঘন্টার কর্মবিরতি দিয়ে দুপুর দুইটা পর থেকে উক্ত বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শ্লোগান লিখে পোস্টার নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি করেন।সেই সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত করেন বিদ্যালয় প্রাঙ্গন। এসময় ছাত্ররা বলেন, আমাদেরকে কেন বঞ্চিত করা হয়?আমরাও স্বাধীন বাংলাদেশের সন্তান,আমরা কেন সরকারি বিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতে পারি না? আমরা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে চাই।

এছাড়া শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, এক দেশে দুই নিয়ম থাকতে পারে না, শিক্ষা বৈষম্য দূর করতে হবে।আমাদের দাবি একটাই জাতীয়করণ, জাতীয়করণ এবং জাতীয়করণ। এটা আমাদের প্রাণের দাবী।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ শফিউর রহমান সহকারী শিক্ষক মোঃ আবু বক্কর ছিদ্দিক,মোঃ হারুনুর রশিদ,আঞ্জুমান আরা আনজু, কামরুন নাহার পারভীন, বীনা রানী সাহা, রবিউল আলম,আব্দুল হান্নান, হেলাল উদ্দিন, আবুল কাশেম প্রমুখ শিক্ষক ও কর্মচারী মেরাজ উদ্দিন, আমিরন উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়,সারাদেশের ন্যায় নালিতাবাড়ী উপজেলায়ও বিভিন্ন বিদ্যালয়ে তিনঘণ্টা কর্মবিরতিসহ দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি হয়েছে। ইতিমধ্যে পোড়াগাঁও ইউনিয়নের সমুশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেছে এবং অনেক বিদ্যালয়ে কর্মসূচি পালন করতে প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনে দাবী আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাব ঢাকায় অবস্থান নেবে বলেও জানা যায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়