নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে আগামীকাল প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি দেবেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এই দাবি বাস্তবায়িত না হলে আগামী ২০ মার্চ শিক্ষক মহাসমাবেশসহ কঠোর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
আজ রবিবার বিষয়টি শিক্ষাবার্তা’কে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মোঃ কাওছার আলী শেখ।
তিনি জানান, আগামীকাল সোমবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কর্তৃক মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের সিংভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর দ্বারা। আমরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। একই ধরনের কাজ করেও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। কোনো ধরনের সুবিধা না দিয়েই অবসরসুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ টাকা কেটে নিচ্ছে, যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত কর্তনের প্রতিবাদে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত এটা বন্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে সংগঠনটি সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া দ্রুত দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, শিক্ষায় বিনিয়োগে ইউনেস্কো-আইএলওর সুপারিশসমূহ বাস্তবায়ন এবং সবার জন্য শিক্ষাগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। এ দাবি বাস্তবায়ন করার জন্য আমরা সরকারে কাছে জোর দাবি জানাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়