নিউজ ডেস্ক।।
অনিবার্যকারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের (২৯ অক্টোবর) সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্যকারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত একটি রাজনৈতিক দল রোববার হরতাল কর্মসূচি ঘোষণা করার কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এই স্তরের দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়