নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রথমবারের মতো চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যাচে মোট ৪টি বিষয়ে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.nu.edu.bd/) গিয়ে আবেদনকারীরা ফলাফল দেখতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে এই সেশনের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম আরম্ভ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়