জাতীয় নির্বাচনের আগেই ডাকসুর দাবি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। সমাবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ করা হয়।

সমাবেশে সাদিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ২০১৯ সালে একবার ডাকসু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন পুরো প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। পরবর্তীতে মেয়াদ শেষ হলেও নতুন করে নির্বাচন দেওয়া হয়নি। ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে স্পষ্টভাবে ডাকসু নির্বাচনের কথা বলা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সব নির্বাচন হলেও ডাকসু নির্বাচন হচ্ছে না। অথচ, এটি এখন সময়ের দাবি। এই নির্বাচন না হলে ক্যাম্পাসের অগণতান্ত্রিক পরিবেশের কোনো পরিবর্তন হবে না।

ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নুসরাত তানিশা বলেন, আমরা আমাদের নিজেদের অধিকারের কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য কোন প্ল্যাটফর্ম নেই। মলচত্বরে যে প্রকল্প হচ্ছে তা নিয়ে শিক্ষার্থীদের মতামত কী? সবুজ চত্বর ধ্বংস করে সেখানে কংক্রিটের স্থপনা বানানো হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী এর পক্ষে মত নেই, কিন্তু আমরা কথা বলতে পারছি না।

আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশের প্রয়োজন। কিন্তু সেটি নেই। এখানে শিক্ষার পরিবেশ নেই, মুক্তচিন্তার পরিবেশ নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জণগণের টাকায় চললেও এটি একটি বুর্জোয়া শ্রেণির হাতের পুতুল হয়ে উঠেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়