ঢাকাঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে টানা পাঁচদিন ধরে অবস্থান করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। তবে, গত পাঁচদিনেও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে খোঁজ না নেওয়ায় হতাশ জাতি গড়ার কারিগর এই শিক্ষকরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা। রেজিস্ট্রেশনের বাইরে থাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের আওতায় নিয়ে আসা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা। একইভাবে শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা।
শিক্ষকরা বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। পরবর্তী সময়ে ধাপে-ধাপে প্রাইমারির স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধি করে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা তো দূরের কথা, এমপিওভুক্তও করা হয়নি।
ময়মনসিংহের একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক খোরশেদ আলম বলেন, বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে আমরা এখানে অবস্থান করছি। যখন পর্যন্ত দাবি অনুযায়ী আমাদের বেতন-ভাতা ও শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা না করা হয়, ততদিন আমরা এখানে অবস্থান করব। দাবি আদায় না পর্যন্ত বাড়িতে ফিরে যাব না।
তিনি বলেন, আমাদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পেশ করেছি। কিন্তু মন্ত্রণালয় থেকে এখনও কোনও আশ্বাস পাইনি। আমরা হতাশ। তাহলে কি আমাদের কোনও দাম নেই?
অবস্থান ধর্মঘটে উপস্থিত রয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নেতা কাজী ফয়েজুর রহমান, সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী ও সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজীসহ আরও অনেকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়