নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও জাতীয় সংসদে ১০ ভাগ আসন শিক্ষকদের জন্য সংরক্ষণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখা।
আজ শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে শিক্ষক নেতারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি জাতীয় সংসদে ১০ ভাগ আসন শিক্ষকদের জন্য সংরক্ষণের দাবিও জানান। কারণ শিক্ষকদের রাস্তায় রেখে সোনার বাংলা গড়া যাবে না। শিক্ষকদের দাবি মানা না হলে শিক্ষাপ্রতিতিষ্ঠান বন্ধ রেখে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আহবায়ক অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব কাজী মোঃ আব্দুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্য জোট জেলা শাখার যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, মোঃ আব্দুল মালেক, আবু সালেক লিটন, মোঃ মামুনুর রহমান, শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাজেদুর রহমান পাপ্পু, কাহারোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ ইসহাক আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা প্রমূখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়