নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারিকরণকৃত কলেজের ১১৮ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদশে জারি করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার সরকারিকৃত বানেশ্বর কলেজের ৭৪ জন ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সরকারিকৃত ফিরোজ মিয়া কলেজের ৪৪ জন শিক্ষক রয়েছেন।
সরকারিকৃত ফিরোজ মিয়া কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ২৫ আগস্ট ও বানেশ্বর কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট সরকারি করা হয়। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়