অনলাইন ডেস্ক।।
জলবায়ু পরিবর্তনের কুফল নিয়ে চট্টগ্রামের কিশোর আরিয়ান আবিরের লেখা চিঠির উত্তর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আরিয়ান আবির বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সদ্য এসএসসি পাস করেছেন।
চিঠিতে আবির উল্লেখ করেন, ‘আপনি কি চীন, রাশিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন? যদি না পান তাহলে গত দশ বছরে পৃথিবী এতটুকু সুস্থ হয়নি কেন? দিনের পর দিন কার্বন, মিথেন, সালফারের মতো অত্যন্ত বিষাক্ত পদার্থগুলো বেড়েই চলেছে। যদি এখনই কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে না পারি, তাহলে ২০৫০ সাল হবে পৃথিবীর শেষ সময়। কিন্তু আমরা বাঁচতে চাই, আমরা বাঁচাতে চাই’।