‘জাতির পিতা মুজিব’

মোঃ মাসুদ রানা'র কবিতা

জাতির পিতা মুজিব
মোঃ মাসুদ রানা
মুজিব আমাদের গর্ব, অহংকার, মুজিব আমাদের প্রাণ, স্বাধীন বাংলায় মিশে আছে তারই অবদান৷
মুজিব তুমি মিশে আছো ষোল কোটি মানুষের অন্তরে- তোমারই স্মৃতি মিশে আছে, ত্রিশ লক্ষ শহীদের আত্মায় । সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনের হৃদয়ে, ৬৮ হাজার গ্রামে । বাঙালীর দুঃসময়ে দুর্দিনে সংকট ও সমরে
নির্দেশনা দিয়েছিলে তুমি হিমালয়ের মত ।
একাত্তরের ৭ মার্চ বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছিলে তুমি- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ৷
শোষক, ধর্ষক, লুটেরা ও হায়েনার জবর দখল থেকে . ছিনিয়ে এনেছিলে তুমি বাঙালীর স্বাধীনতা
অর্জন করেছিলে তুমি এশিয়ার লৌহমানব, বঙ্গবন্ধু,
জাতির জনক, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, ইতিহাসের মহানায়ক, বিশ্বনন্দিত নেতা ।
ভূষিত হয়েছিলে তুমি বিশ্বশান্তি পুরস্কার “জুলিওকুরি” পদকে । বঙ্গবন্ধু তুমি ছিলে একজন আদর্শবান ব্যক্তি
তোমার সে আদর্শ ধরে রেখেছেন আমাদের প্রিয় নেত্রী ।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার,
তার রূপায়ন করছে তোমার কন্যা নন্দিত জননেত্রী শেখ হাসিনার সরকার
বাঙালী জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছে যারা
বঙ্গবন্ধুর সোনার বাংলায় ঠাঁই পাবে না তারা ।
জাতির পিতা মুজিব নেই, আজ মুজিব লোকান্তরে লক্ষ মুজিব সোনার বাংলার ঘরে ঘরে।

 

মোঃ মাসুদ রানাঃ সহকারী শিক্ষক, ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও ।