জয়পুরহাটঃ অসংগতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ ৪ দফা দাবিতে জয়পুরহাটে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ইন্টার্ন কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট শুরু হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাটস শিক্ষার্থী ও ডিএমএফ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিএমএফ চিকিৎসক নেওয়াজ মোরশেদ, ম্যাটসের ইন্টার্ন শিক্ষার্থী সুমি আক্তার, তরিকুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল ওহাবসহ অন্যান্যরা।
৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়