ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিন নেতা হলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ৩৫ বছর বয়সী মেহেদী হাসান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক ৩১ বছর বয়সী হাসিবুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক ২৯ বছর বয়সী মো. সাইদুজ্জামান সরকার সাইদী।
কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
তিনি আরও বলেন, ‘তারা ঢাকা মহানগরে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিলেন। কোতোয়ালি থানায় মে মাসের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়