নিজস্ব প্রতিবেদক।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সম্ভাব্য আগামী বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সমাবর্তন ঘিরে সকল প্রস্তুতির কাজ চলছে। এ সমাবর্তনকে সফল করার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। তারা দলগতভাবে কাজ করছে। ইতোমধ্যে সমাবর্তনের গাউন ও টুপি বানানোর কাজ শুরু হয়েছে। সমাবর্তনে শিক্ষার্থীদেরকে গাউন আর টুপি একবারে দিয়ে দেয়া হবে বলে জানা গেছে।
জানা যায়, প্রথমে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সমাবর্তনের নিবন্ধন চলার প্রক্রিয়া চলে। পরে আবার ২ মে থেকে ১৬ মে পর্যন্ত নিবন্ধের সময় বাড়ানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ১৮২৮৪ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে। তাদের মধ্যে কলা অনুষদের ৩৬২৩ জন, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ৫৪৩৫ জন, বিজ্ঞান অনুষদের ৩০৪৮ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ৩৪১০ জন, আইন অনুষদের ৩৩৪ জন, লাইফ আন্ড আর্থ সায়েন্স অনুষদের ২৪৩৪ জন শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমরা সমাবর্তনকে সফল করার জন্য অনেকগুলো কমিটি করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সকল সদস্যরা কাজ শুরু করেছে। রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছে। সমাবর্তনের জন্য তারা সম্ভাব্য ১১ জানুয়ারির কথা জানিয়েছেন।