ছোট ভাইয়ের পরীক্ষা দিতে এসে ধরা বড় ভাই

শেরপুরঃ এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ছোট ভাইয়ের পরিবর্তে পরীক্ষা দিতে এসে ধরা খেলেন বড় ভাই হৃদয় হাসান রাজু ওরফে রাজু মিয়া (২২) নামের এক তরুণ। পরে তাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

রাজু মিয়া শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালেকান্দে গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, উপজেলার হালিমা আহসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসির (ভোকেশনাল) ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে পরীক্ষার্থী সিরাজুল ইসলাম সাজুর পরিবর্তে পরীক্ষা দিচ্ছেন তার বড় ভাই রাজু মিয়া। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই শিক্ষার্থীর পরিচয় জানতে চান। প্রথমে অস্বীকার করলেও পরে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই করে জানা যায় তিনি ছোট ভাইয়ের হয়ে পরীক্ষায় বসেছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।

আদালত পরিচালনা করেন ইউএনও ইফতেখার ইউনুস। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ও কেন্দ্রের ট্যাগ অফিসার মোশারফ হোসেন, কেন্দ্র সচিব বিথী আক্তার ও হল সুপার সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, রাজু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়