সাতক্ষীরাঃ জেলার তালা উপজেলার উত্তর শাহাজাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরীন আরা দীর্ঘদিন ধরে ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তুলছেন বেতন-ভাতা, ভোগ করছেন সরকারি সব সুযোগ-সুবিধা।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকরী দাশ, সহকারী শিক্ষক মেহের আলী, তানজিন নাহার, ফারুক হোসেন বলেন, এ বছরের ২৪ জানুয়ারি আফরীন আরা এই বিদ্যালয়ে যোগদান করেন। হাজিরা খাতায় জুন মাস পর্যন্ত স্বাক্ষর থাকলেও তিনি দায়িত্ব পালন করেছেন মাত্র দুই মাস। এরপর এক মাসের মেডিকেল ছুটি নিয়ে ঢাকায় স্বামীর কাছে চলে যান। ছুটি শেষ হলেও তিনি আর যোগদান করেননি। তিনি না থাকার কারণে বিদ্যালয়ের পাঠদানে খুব অসুবিধা হচ্ছে। প্রত্যেকের প্রতিদিন ক্লাস থাকায় তার ক্লাসগুলো নিতে খুব অসুবিধা হচ্ছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী শারমিন, শিউলী, আলামিনদের সঙ্গে কথা হলে তারা জানায়, আফরিন ম্যাডাম যোগদানের পরে দুই মাস ক্লাস নিয়ে আর স্কুলে আসেন না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন বলেন, আমরা বিদ্যালয়ে ছয়জন শিক্ষক। একজন খুবই অসুস্থ। তা ছাড়া তিনি অবসরে যাবেন এ বছরেই। এর মধ্যে যদি একজন শিক্ষক অনুপস্থিত থাকেন তাহলে পাঠদানে খুবই অসুবিধা হয়। সহকারী শিক্ষক আফরীন আরা এ বছরের ২৪ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করে মাত্র দুই মাস নিয়মিত স্কুল করেছেন। এরপর এক মাসের ছুটি নিয়ে আর স্কুল করেননি। মাঝেমধ্যে এসে জুন মাস পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। তার পর থেকে আসেননি এবং স্বাক্ষরও করেননি। তার ছুটির মেয়াদ শেষ হলেও বিদ্যালয়ে যোগদান না করে বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের চাপ থাকার কারণে অফিসের দাপ্তরিক কাজেও বেগ পেতে হচ্ছে।
অভিযুক্ত শিক্ষক আফরীন আরার মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুবার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। প্রথমটার জবাব দিলেও পরেরটার জবাব তিনি দেননি। চাকরি হতে অব্যাহতি প্রদানের জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই এর সমাধান হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়