কুমিল্লাঃ জেলার মুরাদনগরে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. আব্দুল্লাহ নামে এক এক শিক্ষককে গ্রেপ্তার করেছেন মুরাদনগর থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিজ গ্রাম যাত্রাপুর ইউনিয়নের সিংহারিয়া গ্রাম থেকে শিক্ষক আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিংহারিয়া হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরেই কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়