ছাত্রীকে আপত্তিকর ছবি পাঠানো শিক্ষকের ১০ বছরের জেল

কিশোরী ছাত্রীকে পর্ন ছবি পাঠিয়েছিলেন এক স্কুলশিক্ষক। এর দায়ে তাকে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে তাকে এ শাস্তি দিয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, সেইতু কোকায়ি নামে ৩০ বছর বয়সী এ শিক্ষক ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি কলেজের অধীনে স্কুলে শিক্ষকতা করেন। সেই সঙ্গে ওয়াশিংটনে একটি মসজিদে কোরআন বিষয়ক শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু তিনি ভিডিও কনভারসেশনে ১৫ বছরের এক ছাত্রীর সঙ্গে যৌন উসকানি দিতেন। সেই সঙ্গে ওই কিশোরীকে পর্ন ছবি পাঠান।

এদিকে তিনি কৃতকর্মের জন্য আদালতের কাছে ক্ষমা চান। নিজের স্ত্রী এবং পরিবারের কাছেও ক্ষমা চান তিনি। নিজের দোষ স্বীকার করে বলেন, আমি অনেক পাপ করেছি। এর জন্য আমি নিজেই দায়ী।

তার বিরুদ্ধে আরও এক ছাত্রীর কাছে পর্ন ছবি পাঠানোর অভিযোগ রয়েছে। আদালতের কাছে প্রসিকিউটর তাকে ২৫ বছরের সাজার আবেদন করেন। তবে আদালত তাকে ১০ বছর সাজা প্রদান করে।