নিউজ ডেস্ক।।
চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে চড়-থাপ্পড় মারার ঘটনায় ওই ছাত্রকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ প্রহরায় তাকে ওই কেন্দ্রে পাঠানো হয়েছে।
এদিন দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে ওই ছাত্র জামিনের আবেদন করে। বিচারক মুসরাত জেরিন জামিন নামঞ্জুর করে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, রবিবার চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা চলছিল। এ সময় বিশৃঙ্খলা ও অসুদপায় অবলম্বনের অভিযোগে এক ছাত্রের খাতা কেড়ে নেন হলের দায়িত্বপ্রাপ্ত দিবা শিফটের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান।
এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই শিক্ষকে চড়-থাপ্পড় মারেন ওই ছাত্র। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান সদর থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগ পত্রটি মামলা হিসাবে গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাপ্রদান, আক্রমণ, অপরাধমূলক বল প্রয়োগ এবং আঘাতসহ ভয়-ভীতি প্রদানের অপরাধে ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস বলেন, আদালতে হাজির হয়ে ওই শিশু জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।