চিকিৎসকের অবহেলায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁঃ জেলার নিয়ামতপুরে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগী ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী তাসকেয়া তৃষার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবসী।

বুধবার তৃষার শিক্ষা প্রতিষ্ঠান গাংগোর স্কুল এ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন, গাংগোর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অতুল চন্দ্র পাল, বটতলী হাট বিএম মহিলা কলেজের অধ্যক্ষ সরকার শাহ আলম, গাংগোর স্কুল এ্যান্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক শারমিন আরা সুলতানা, গাংগোর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, তৃষার চাচা শরিফুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী শহিদুল ও তৃষার সহপাঠী মালিহা ও চৈতী।

মানববন্ধনে তৃষার চাচা শরিফুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, তৃষাকে সাপে কাটার পর রাত দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. লিংকন তাদের অ্যান্টিভেনম আছে বলে অভয় দেন। এরপর ভর্তি করা হয় তৃষাকে। ভর্তি রাখা অবস্থায় চিকিৎসা প্রদানের প্রস্তুতি না নিয়েই তার পায়ের বাঁধন খুলে দেয়া হয়। এর কিছুক্ষন পরই তৃষা জানায়, তার চোখ ঝাপসা হয়ে আসছে, প্রচন্ড ব্যথা হচ্ছে বুকে। রাত সোয়া চারটায় তৃষার এমন মূমূর্ষ অবস্থায় ডাক্তার লিংকনকে অনেক অনুরোধ করলে তিনি কোন চিকিৎসা না করে বরং রাজশাহী মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষন পর রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ডাক্তারের এমন গুরুতর অবহেলায় আমার ভাতিজি তৃষার মৃত্যু হয়েছে আমি ডাক্তার লিংকনের শাস্তি দাবি করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়