চার শিক্ষককের এমপিও বন্ধে শোকজ

দাখিল পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দাখিল পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে চার শিক্ষককের এমপিও বন্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

শোকজ পাওয়া শিক্ষকরা হলেন- সুনামগঞ্জের কলাউড়া দারুচ্ছুন্নাত কাছিমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. কালিম উল্লাহ, একই মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, দারুলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন ও একই মাদরাসার সহকারী শিক্ষক আজাদ মিয়া।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কলাউড়া দারুচ্ছুন্নাত কাছিমিয়া ফাজিল মাদরাসার কেন্দ্রসচিব ও তার নিয়োগ করা প্রত্যবেক্ষকদের দায়িত্ব অবহেলার বিষয়ে জেলা প্রশাসকের কাছ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। কেন্দ্রসচিব ও কক্ষ প্রত্যবেক্ষকদের এ ধরনের আচরণ পাবলিক পরীক্ষা আইন ২০১৮ ও এমপিও নীতিমালা পরিপন্থি।

দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষকের এমপিও কেন স্থগিতসহ স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে জানাতে আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়