চার লক্ষ বছরে মানুষ যখন মানুষ হয়নি, কবে আর হবে!

আনিসুল হক।।

আনিসুল হক: একটা সময় পৃথিবীর অনেক মানুষ স্বপ্ন দেখত বৈষম্যহীন সাম্যসুখী সমাজের। সুদিন আনবে বলে ওরা আগুন জ্বালায়, আর হাজার হাজার মানুষ মরে যায়। হাজার হাজার নয়, কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে বড় বড় কথা বলে। এই স্বপ্নের জন্য যাঁরা জীবন দিয়েছিলেন, তাঁদের আত্মত্যাগকে সম্মান করি। কিন্তু যাদের মেরে ফেলা হলো, তাদের জীবনের দাম নেই? যারা সাইবেরিয়ায় বন্দি জীবন কাটিয়ে গেলো? তারপর এলো গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতার যুগ। আমরা সবাই সেই স্বপ্নে বিভোর হলাম। যারা এসব বড় বড় কথা বলে, তারা দেখি, তোর কাছে ডব্লুএমডি আছে কেন বলে কোটি কোটি মানুষকে মেরে ফেলল।

তাদের স্বার্থের পক্ষে থাকলে রাজতন্ত্র, পরিবারতন্ত্র কোনোকিছুতেই আপত্তি নাই, বরং সেসবের প্রতি তাদের গভীর ভালোবাসা। পৃথিবীর মানুষ কি মানুষ হবে না? অখণ্ড এই পৃথিবী, কাল্পনিক দাগ দিয়ে মানচিত্র বানায়, রাষ্ট্র বানায়, রাষ্ট্রের মধ্যে কত বিভাজন, সাদা কালো, নাক উঁচু, নাক বোঁচা, ভাষা কেন আলাদা, বিশ্বাস কেন আলাদা, এইসবের নামে কত শোষণ, কতো বৈষম্য, কতো নিপীড়ন। চার লক্ষ বছরে মানুষ যখন মানুষ হয়নি, কবে আর হবে। ২০২৩ সালে সারা পৃথিবীর চোখের সামনে শিশুদের হত্যা করা হচ্ছে, পৃথিবীতে কোথাও কোনো ক্রন্দন নেই। ভালো লাগে না, বিশ্বাস করুন আমার ভালো লাগে না। লেখক ও সাংবাদিক। ফেসবুকে ১৪-১১-২৩ প্রকাশিত হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়