মুহাম্মদ জসিম উদ্দিন।।
শিক্ষাই জাতির মেরুদন্ড। আর শিক্ষক জাতি গড়ার কারিগর। এ কথা দুটি সর্বজন স্বীকৃত। কিন্তু বাস্তবতা হলো এমন, বেসরকারি শিক্ষক মানেই বেদরকারি শিক্ষক। বেসরকারি শিক্ষক ছাগলের তিন নাম্বার ছানা। এমন কিছু কথা শিক্ষক সমাজে প্রচলিত। বেসরকারি শিক্ষকদের সাথে যে বিমাতা সূলভ আচরন করা হয় তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে অনেকে এ মন্তব্য করে থাকেন।
সম্প্রতি ব্যাপক আন্দোলন সংগ্রাম সত্বেও অবসর ও কল্যাণের নামে বেসরকারি শিক্ষকদের থেকে অতিরিক্ত ৪% কেটে নেয়ায় দেশের পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষকদের হৃদয় মন দুঃখে ভারাক্রান্ত।