চাপে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা

ঢাকাঃ  বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বেশি পছন্দের দেশ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই দেশগুলোতে সর্বাধিক শিক্ষার্থী যান। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসানীতি পরিবর্তনের ফলে উচ্চশিক্ষা গ্রহণে এসব দেশে যেতে ভিসাপ্রার্থী শিক্ষার্থীদের ভিসা পাওয়া কমে গেছে। চলতি বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যেতে মাত্র ১০৬ জন শিক্ষার্থী ভিসা পেয়েছেন। গত বছর সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৪৭৭ জন।

সংশ্লিষ্টরা বলছেন, ভিসানীতি বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে, শিক্ষা মন্ত্রণালয় বলছে, ভিসানীতিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষা গ্রহণে পছন্দের দেশের তালিকায় রয়েছে- জার্মানি, মালয়েশিয়া, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া।

মানসম্মত শিক্ষা, শিক্ষা শেষে সহজে চাকরির সুযোগ, উন্নত জীবনসহ নানা কারণে বাংলাদেশের অনেক শিক্ষার্থী এসব দেশে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রসহ এসব দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। ফলে এসব দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমশ বাংলাদেশি শিক্ষার্থী যাওয়ার সংখ্যা বাড়ছিল। সেখানে গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার পেছনে ভিসানীতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ৫২ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী।

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি-লেভেল স্টুডেন্টস’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন ৮ হাজার ৫২৪ শিক্ষার্থী। আর গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে গিয়েছিলেন ৮ হাজার ৬৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থী।

অন্যদিকে উচ্চশিক্ষা গ্রহণ করতে ২০২৩ সালে যুক্তরাজ্যে গেছেন ৬ হাজার ৫৮৬ শিক্ষার্থী, কানাডায় গেছেন ৫ হাজার ৮৩৫, মালয়েশিয়ায় গেছেন ৫ হাজার ৭১৪, জার্মানিতে গেছেন ৫ হাজার ৪৬, অস্ট্রেলিয়ায় গেছেন ৪ হাজার ৯৮৭, জাপানে গেছেন ২ হাজার ৮০২, ভারতে গেছেন ২ হাজার ৬০৬ শিক্ষার্থী। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় গেছেন ১ হাজার ২০২, সৌদি আরবে গেছেন ১ হাজার ১৯০, ফিনল্যান্ডে গেছেন ৯৫৪, তুরস্কে গেছেন ৭৫১, সুইডেনে ৬৬০ এবং কাতারে ৩০৮ জন।

উচ্চশিক্ষার জন্য ২০২২ সালে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন ৪৯ হাজার ১৫১ শিক্ষার্থী। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৪৪ হাজার ৩৩৮ জন। বাংলাদেশ থেকে সবচেয়ে কম শিক্ষার্থী গেছেন গ্রিস, ব্রাজিল, জর্ডান, রোমানিয়া ও আর্মেনিয়ায়। গত বছর এসব দেশে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫০ জন।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের সিনিয়র ম্যানেজার মাহমুদা আকতার বলেন, ভিসানীতি বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে যাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলছে। এমনিতেই শিক্ষার্থীদের ভর্তি অনেক প্রতিযোগিতামূলক। নতুন ভিসানীতির কারণে তা আরও কঠিন হয়েছে। আগে সিজিপিএ ৩.০০ এবং আইএলটিএসে ৬ স্কোর করলে ভর্তি হওয়া যেত। এখন সেটা সম্ভব হচ্ছে না। বর্তমানে অর্থনৈতিক সচ্ছলতার শর্ত আরও কঠিন করা হয়েছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় আবেদন করতে হলে বর্তমানে প্রতিজনকে ২০ হাজার ৫২০ অস্ট্রেলিয়ান ডলার দেখাতে হয়। আর কয়েক হাজার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বছর সেপ্টেম্বরে মাত্র ১০৬ শিক্ষার্থীকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি শুধু বাংলাদেশের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। এটি যেকোনো ব্যক্তির ওপরই প্রয়োগ হতে পারে বলে সম্প্রতি গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

ভিসানীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্প্রতি সাংবাদিকদের বলেন, নতুন ভিসানীতি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে যেতে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী বিশ্বের অনেক দেশে উচ্চশিক্ষা গ্রহণে যেতে আগ্রহী। সূত্রঃ সময়ের আলো

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়