চাকরি হারালেন ঘুষের টাকাসহ আটক দুই কর্মচারী

চট্টগ্রামঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার চমেকের জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড ও গাইনি ওয়ার্ডে এ ঝটিকা অভিযান চালায় দুদক।

টাকাসহ আটকরা হলেন আউটসোর্সিংয়ে কর্মরত দুই কর্মচারী টিপু সোলতান ও মোরশেদ আলম। এরই মধ্যে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে চমেক কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, রোগীদের জন্য রাখা হুইলচেয়ার ও ট্রলির দায়িত্বে থাকা আউটসোর্সিংয়ে কর্মরত দুই কর্মচারী ঘুষ নিয়েছেন। ঘুষ নেওয়ার সময় তাদের আটক করে দুদক এনফোর্সমেন্ট টিম। তাৎক্ষণিক ওই কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়