ঢাকাঃ চাকরি জাতীয়করণ ও ৩৪ মাসের বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি ৪৯ পলিটেকনিক ইনস্টিটিউটের চুক্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকরা।
রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের (বিপিটিএফ) ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
গত ৩০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করে আসছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়।
বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের (বিপিটিএফ) সাবেক সভাপতি মোহাম্মাদ সালাউদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) প্রকল্পের মাধ্যমে আমাদের ১ হাজার ১৫ জনকে নিয়োগ দেয়া হয়।
‘২০১৯ সালের ৩০ জুন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। সে সময় যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রী আমাদের ৭৭৭ জনের চাকরি সরকারিকরণের অনুমতি দেন। তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চিঠি দেয়া হয়।’
তিনি বলেন, ‘করিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের চাকরি সরকারিকরণ করছে না। আমাদের ৩৪ মাসের বেতন বাকি।’
খুলনা পলিটেকনিকের শিক্ষক হানিফ সিকদার বলেন, ‘গত বছর আমরা জাতীয় শহীদ মিনারে ১৩ দিন আমরণ অনশন শুরু করেছিলাম। সেখানে শিক্ষামন্ত্রী এসে সমাধানের আশ্বাস দেন। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আমরা এখনও ক্লাস চালিয়ে যাচ্ছি।’
আন্দোলনকারী শিক্ষক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, ‘আমাদের প্রকল্পের মাধ্যমে চাকরি হয়েছে। প্রকল্প শেষ হলে চাকরি থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু প্রধানমন্ত্রী আমাদের চাকরি সরকারি করার অনুমোদন দেয়ায় এটা আমাদের অধিকারে পরিণত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে প্রতিদিন সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করব।’
অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়