বরিশালঃ চাকরির প্রলোভন দেখিয়ে অর্ধ শতাধিক নারী-পুরুষের কয়েক লাখ টাকা, মোবাইল এবং ল্যাপটপ নিয়ে পালিয়েছে ‘ইনস্ট্যান্ড নুডল্স’ নামক প্রতিষ্ঠানের প্রতারকরা।
ঘটনাটি জানাজানি হলে রোববার দুপুরে নগরীর নাজিরের পুল এলাকায় ‘ইনস্ট্যান্ড নুডল্স’ অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রতারণার শিকার নারী-পুরুষরা। তা ছাড়া এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে আবু বক্কর সিদ্দিক ও সাইদুল ইসলামের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় ডায়েরি ও ভুক্তভোগীরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইনস্ট্যান্ড নুডল্স’ কোম্পানির বিভিন্ন পদে শর্তসাপেক্ষে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি দেখে বিভিন্ন কলেজ শিক্ষার্থীসহ অনেকেই কোম্পানির লোকেদের সাথে যোগাযোগ করেন।
প্রতারণার শিকার সীমা আক্তার জানান, ‘ফেসবুকে বিজ্ঞাপন দেখে প্রতিষ্ঠানটির লোকেদের সাথে যোগাযোগ করেন তারা। এ সময়তারা ঘুষ ছাড়া ১৩ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। তবে চাকরিপ্রত্যাশীদের অবশ্যই ল্যাপটপ এবং স্মার্ট মোবাইল থাকতে হবে বলে শর্তজুড়ে দেন।’
তিনি আরও জানান, নগরীর নাজিরেরপুল সংলগ্ন বহুতল ভবনের ৭ তলার একটি ফ্লাটে ইনস্ট্যান্ড নুডল্স কোম্পানির অফিসে গিয়ে দেখতে পান দুজন মেয়ে এবং দুজন পুরুষ অফিসে অবস্থান করছেন। তাদের মধ্যে দুজন মেয়ে এবং একজন ছেলে অফিসের সামনে একটি রুমে বসেন। এ ছাড়া অফিসের বস পরিচয় দেওয়া অপরজন ভিতরের রুমে বসতেন।
সীমা বলেন, ‘চাকরি পেতে সমিতি থেকে কিস্তিতে ৫০ হাজার টাকা তুলে একটি ল্যাপটপ কিনেছেন। সেই ল্যাপটপ তাদের অফিসে জমা দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর অফিসে এসে ল্যাপটপ নিয়ে যেতে বলেন। কিন্তু ২৮ অক্টোবর গিয়ে দেখি অফিস তালামারা। ভবনের কেয়ারটেকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘ছুটির দিন হওয়ায় অফিস বন্ধ’। পরে রোববার পুনরায় অফিসে গিয়ে জানতে পাই প্রতিষ্ঠানের সবাই অফিস তালা মেরে পালিয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলোও বন্ধ রয়েছে।
এ ঘটনায় সাধারণ ডায়েরি করা প্রতারণার শিকার নারী রোজেনা আক্তার রিদি জানান, ‘তিনি ল্যাপটপ কেনার জন্য ইনস্ট্যান্ড নুডল্স কোম্পানির ম্যানেজার পরিচয়ধারী আবু বক্কর নামের ব্যক্তিকে গত ১২ অক্টোবর ২০ হাজার টাকা দিয়েছেন। তার সাথে আরও দুজন মেয়ে রয়েছে, তারাও একইভাবে ল্যাপটপ কেনার জন্য টাকা দিয়েছে। যারা টাকা দিয়েছে তাদের প্রত্যেককে একটি করে পরিচয়পত্র দিয়েছে প্রতিষ্ঠান থেকে। এ ছাড়া সবাইকে ২৮ অক্টোবর অফিসে এসে ল্যাপটপ নিয়ে যেতে বলে। রোববার এসে জানতে পারি অফিসে তালা ঝুলিয়ে সবাই পালিয়েছে। তারা যেসব নম্বর দিয়েছে সেগুলোতে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়। তাই উপায় না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন রিদি।
রোববার দুপুরে ঘটনাস্থলে থাকা প্রতারণার শিকার একাধিক চাকরিপ্রত্যাশী জানান, ‘ইনস্ট্যান্ড নুডল্সয়ের কোম্পানি অফিস সহকারীসহ বিভিন্ন পদে চাকরি জন্য অবশ্যই ল্যাপটপ থাকতে হবে বলে শর্ত দেওয়া হয়। যারা ল্যাপটপ কিনতে পারবে না তাদের ল্যাপটপ কিনতে সহযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। এজন্য ল্যাপটপ কেনার জন্য অন্তত ৫০-৬০ জনের কাছ থেকে সর্বনিম্ন ১২ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে প্রতিষ্ঠানের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক ও সাইদুল নামের প্রতারক। অনেকে মোবাইলও দিয়েছে।
ভবনের মালিক না থাকায় প্রতারক চক্রের কাছে অফিস ভাড়া দেয়ার বিষয়ে বক্তব্য জানা যায়নি। ভবনের মালিক খুলনায় থাকেন বলে জানিয়েছেন দায়িত্বরত কেয়ারটেকার। তিনি বলেন, ‘আমি দুমাস হয় খুলনা থেকে এখানে কেয়ারটেকার হিসেবে যোগ দিয়েছি। এখানে আসার পর থেকেই ওই অফিসের কার্যক্রম চলতে দেখেছি। তবে কী শর্তে ভবনের প্লাট ভাড়া দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ওই কেয়ারটেকার।
এ প্রসঙ্গে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এর সাথে জড়িত প্রতারকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়