চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের মহাসমাগমের ঘোষণা

ঢাকাঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এর কুশপুত্তলিকা দাহ করতে শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করবে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আহবায়ক মো. শরিফুল হাসান শুভ।

সংবাদ সম্মেলনে শরিফুল শুভ বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। ইতোমধ্যে আমরা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সঙ্গে বৈঠক করেছি, উনি আমাদের আশ্বাস দিয়েছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী ১৭ নভেম্বর সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করব। আশা করি আমাদের দাবি বাস্তবায়ন হবে। পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাবে বুঝিয়েছেন বলে আমরা জেনেছি। প্রধানমন্ত্রী ড. সাদিকের কাছে ৩৫-এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদের দাবির ভুল ব্যাখ্যা তুলে ধরেন। আমরা আগামী মহাসমাগমে তার কুশপুত্তলিকা দাহ করব এবং আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরব।

এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ রাসেলসহ সংগঠনটির বিভিন্ন শাখার নেতা-কর্মী ছিলেন।

উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ৩৫ প্রত্যাশীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়