চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের নামে বিদ্যালয়

ঢাকাঃ ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ঘাঁটি হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে কৃষক আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেত্রী ইলা মিত্রের নামে যাত্রা শুরু করেছে ‘ইলামিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

বৃহস্পতিবার নেজামপুর ইউনিয়নের বাসুগ্রাম-কার্ত্তিকপুরের সাঁওতাল গ্রামে বিদ্যালয়ের উদ্বোধন ও নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

দুপুরে নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী ও আদিবাসী নেতা সনাতন মুরমু।

অনুষ্ঠানে জানানো হয়, গত ২১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের নামে এ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানান, আগামী বছরের জানুয়ারিতে শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, উপজেলার বাসুগ্রাম, কার্ত্তিকপুর, ধরলশ্যামপুর, ধরইল, জমিনকমিন, নতুন পাড়া মিলিয়ে ৬ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। এ গ্রামগুলোর শিক্ষার্থীদের ৬ থেকে ৭ কিলোমিটার দূরে গিয়ে পড়ালেখা করতে হত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়