চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশে রোজা রাখা শুরু হবে।

বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

তিনি জানান, আজ সারাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহ’র নামাজ পড়া হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

এদিকে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে এই দেশগুলোতে রোজা রাখা শুরু হবে।

হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৫ দিনে চন্দ্র বর্ষ গণনা করা হওয়ায় আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। এজন্য চন্দ্র মাসের প্রথম এবং শেষ দিন চাঁদ দেখার ওপর নির্ভর করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়