সাতক্ষীরাঃ জেলার কলারোয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় হাজী নাছিরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমানসহ দুই শিক্ষককে মারধর করেছে একদল যুবক।
বৃহস্পতিবার কলারোয়া-খোরদো সড়কের ছলিমপুর একে খাঁন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত অধ্যক্ষ শফিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে তিনি ও তাঁর সহকর্মী সহকারী অধ্যাপক হারুন-অর-রশীদ মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। পথে একে খাঁন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছলিমপুর গ্রামের খলিল সরদারের ছেলে মাহবুবুর রহমান, ইয়াসিন বিশ্বাসের ছেলে জুলফিকার আলী বাবু ও সাব্বির হোসেনসহ আরও কয়েকজন তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় হারুন-অর-রশীদ বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শফিউর রহমানের প্যান্টের পকেটে থাকা নগদ টাকা ও মোটরসাইকেলে থাকা ব্যাগে কলেজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, ওই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে কলেজে গিয়ে নিয়োগ ও উন্নয়নমূলক কাজের বিষয়ে চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেওয়ায় এ হামলা করা হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
মারধরের ঘটনায় অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়