শিক্ষাবার্তা আনন্দধারা ডেস্ক, ঢাকাঃ আজ ২৮ অক্টোবর চল্লিশে পা রাখলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বয়স লুকানোর প্রবণতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের বয়স ঘোষণা করে বাঁধন বললেন, ‘হ্যালো বিশ্ব, আমার বয়স হলো চল্লিশ।’
জন্মদিনের প্রথম প্রহরেই বিশ্বকে জানিয়ে দিলেন বয়স তার চল্লিশের ঘরে পা দিয়েছে! সে এখন পরিণত মানুষ, অভিনেত্রী ও মা। বাঁধন বললেন, ‘আমি আমার জীবনের চতুর্থ দশকে প্রবেশ করছি! আমি খুব খুশি এবং আনন্দিত।’
জীবনের যাত্রা চল্লিশের ঘরে মানেই বিস্ময়কর জীবনে যাত্রা মনে করছেন অভিনেত্রী। মনে করছেন আনন্দের ও স্বাধীনভাবে নিজের মত করে বাঁচারও। তবে পেরিয়ে আসা দশকগুলোকে বাঁধন বিভ্রান্তিকর দশক বলেই অভিহিত করেন।
তার ভাষ্য, ‘আমি খুশি যে, আশা, আনন্দ এবং শান্তি নিয়ে আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর দশকে প্রবেশ করতে পেরেছি। তবে গত দশকগুলি এত বিভ্রান্তিকর ছিল, এবং অন্যদের খুশি করার চেষ্টা করেই বেশিরভাগ সময় নষ্ট করেছি।’
বয়স চল্লিশে পাঁ দেওয়ার সময়টা সত্যিই বাঁধনের জন্য স্পেশাল। ‘রেহানা মরিয়ম নূর’এর পর তিনি যখন বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ নির্মাণে ‘খুফিয়া’ দিয়ে বিশ্বসেরা প্লাটফর্মে যাত্রা করে প্রশংসিত হচ্ছেন তখনই তার বয়সের যাত্রা চল্লিশের ঘরে! তাই চল্লিশকে আনন্দময় যাত্রার দশক বলেই অভিহিত করলেন অভিনেত্রী।
বাঁধনের মতে, অতীত জীবনের পরতে পরতে আসা আঘাত, অন্যায় ও যন্ত্রণা তাকে আজকের বাঁধন করেছে। সেই সঙ্গে করেছে সাহসী, দিয়েছে চলার অফুরন্ত প্রাণশক্তি। তাই জীবনের এই পর্যায়ে এসে কোনো আফসোস রাখতে চাননা কিছুতে, নেইও।
বাঁধন বলেন, ‘আমি নিজেকে বিশ্বাস করি, সম্মান করি। আমিই জীবনের প্রতিটি অশান্তির মধ্য দিয়ে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি জীবনে শেখাটা হল নিজেকে গড়ে তোলার সর্বোত্তম উপায়। আমি অনেক অন্যায় এবং আঘাতের সম্মুখীন হয়েছি, সেই যন্ত্রণা আমাকে আজকের বাঁধন করেছে।’
সম্প্রতি বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ পরিচালিত ডার্ক থ্রিলার ‘খুফিয়া’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। এ ছাড়া দেশীয় ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়