চলমান অবরোধে ক্লাস পরীক্ষা বন্ধের সুযোগ নেই: ঢাবি কর্তৃপক্ষ

ঢাকাঃ বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ডাকা হরতাল-অবরোধের মধ্যেও স্বাভাবিক কার্যক্রম চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্লাস-পরীক্ষা বন্ধের সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাসও চলবে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল।

তিনি বলেন, হরতাল অবরোধ চললেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং পরীক্ষা চলবে। এসব বন্ধ করে আমরা পিছিয়ে যেতে চাই না, শিক্ষার্থীদের সেশন জটে ফেলতে চাই না। করোনার মধ্যেও আমরা লস রিকভারি প্ল্যান করে শিক্ষা কার্যক্রম চালিয়েছি। যাতে শিক্ষার্থীদের সময় নষ্ট না হয়। তাই আমরা আপাতত বন্ধের পক্ষে না।

তিনি বলেন, ২০১০ সাল থেকে হরতাল অবরোধের সময় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলছিল বিধায় শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্তি দিতে পেরেছিলাম। এছাড়া আমরা লক্ষ্য করেছি এ সমস্ত হরতাল অবরোধে গাড়ি চলে। সুতরাং ক্লাস চলবে এবং পরীক্ষাও চলবে। সাত কলেজের বিষয়েও একই সিদ্ধান্ত বলে জানান অধ্যাপক মাকসুদ কামাল।

এদিকে অবরোধের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাস চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিবহন ম্যানেজার শফিকুর রহমান মোল্লা। তিনি বলেন, এখনো পর্যন্ত আমাদের বাস চলাচল বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজ অবরোধের মধ্যেও আমাদের সব বাস চলছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নির্ধারিত রুটেই আমাদের নিজস্ব এবং বিআরটিসির বাসগুলো চলবে।

প্রসঙ্গত, সারাদেশে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিনদিন রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো। এ তিনই অবরোধ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও। এছাড়াও নভেম্বর ডিসেম্বর মাস টানা এসব কর্মসূচি রাখার ইঙ্গিত দিয়েছে দলগুলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়