নিজস্ব প্রতিবেদক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের কার্যভার ভাতা সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় । মঙ্গলবার (২৫ জুন) প্রকাশিত আদেশটিতে বলা হয়েছে, যেসব সহকারী শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন প্রজ্ঞাপনে উচ্চতর পদে বা প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা কার্যভার ভাতা পাবেন।
আদেশে আরো বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে ২০১৮ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে “একজন কর্মচারীকে নিজ পদের থেকে উচ্চ পদে চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যভার ভাতা প্রাপ্য হবেন”। এ প্রেক্ষিতে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের কার্যভার ভাতা প্রদানের আদেশ জারি করা হয়েছে।