চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ দুজন আহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পরিসংখ্যান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আফরোজা বেগম ও রিকশাচালক আব্দুশ শুক্কুর। আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, পরিসংখ্যান বিভাগের ওই শিক্ষক বিভাগ থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। কাটা পাহাড় সড়কে আসলে প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দেয়। ফলে ওই শিক্ষক ও রিকশাচালক ছিটকে পড়ে আহত হন। পরে তাদের চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী জানান, খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি ও গাড়ির চালককে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।