চতুর্থ গণবিজ্ঞপ্তি: সুপারিশ পেয়েও এমপিও পাবেন না যারা!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক পদের শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীদের অনেকে বিভিন্ন স্কুলে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন। তারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স-মাস্টার্স করে জীববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত হয়েছিলেন।

এ প্রার্থীদের দাবি, যেকোনো পদে সুপারিশ পেতে সম্মতি জানিয়ে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন। কিন্তু সুপারিশ পেয়েছেন স্কুলের সহকারী শিক্ষক পদে। তাই তারা এমপিওভুক্ত হতে পারবেন না। এ পরিস্থিতিতে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

এনটিআরসিএ কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন প্রদর্শক সনদ নিয়ে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা।

যদিও প্রার্থীদের এ অভিযোগ অবাক করেছে এনটিআরসিএর কর্মকর্তাদের। তারা জানিয়েছেন, তারা টেলিটকের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে বসবেন। নিয়োগ সুপারিশে কিছু ভুল হলে সেগুলো শনাক্ত করা হবে।

শুধু তাই নয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুপারিশ পেয়েছেন প্রথম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এক প্রার্থী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

১ম ব্যাচের নিবন্ধন সনদ দিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চাকরির সুপারিশ পাওয়া ওই ব্যক্তির নাম মইনুল ইসলাম। তার নিবন্ধন রোল নম্বর ২৬১০০৩৪। তিনি পাবনার সাথিয়া উপজেলার সাথিয়া মহিলা ডিগ্রি কলেজে গণিত বিষয়ের প্রভাষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছেন।

শুধু প্রথম নিবন্ধন থেকেই নয়; চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চাকরির সুপারিশ পেয়েছেন দ্বিতীয় নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিও। মইনুল ইসলাম নামের ওই ব্যক্তি পিরোজপুরের মঠবাড়িয়ার শাহাদত হোসেন কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক পদে সুপারিশ পেয়েছেন।

এ প্রসঙ্গে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ১ম এবং ২য় ব্যাচের দুই জনের চাকরির বয়স থাকলে চাকরি পেতেই পারে। সুতরাং বিষয়টি নিয়ে সমালোচনার কোনো সুযোগ নাই।

কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক পদের শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীদের অনেকে বিভিন্ন স্কুলে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ সুপারিশ পাওয়ার বিষয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে তারা টেলিটকের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে বসবেন। নিয়োগ সুপারিশে কিছু ভুল হলে সেগুলো শনাক্ত করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়