চতুর্থ গণবিজ্ঞপ্তি: চুড়ান্ত সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের চুড়ান্ত সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত ২৮ হাজার শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসা মাঠে ‘জাতির পিতার ৪৮তম শাহাদৎবার্ষিকী, ১৫ আগস্টে শাহাদত বরণকারী সব শহীদের স্মরণে দোয়া মাহফিল ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এ ইসলামী শিক্ষাকে উচ্চশিক্ষায় রূপ দিতে, আরও সম্প্রসারিত এবং আরও বেশি দক্ষ ও যোগ্য জনবল তৈরি করার লক্ষ্যে ২০১৩ সালে প্রধানমন্ত্রী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তাছাড়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে এবং মাদরাসা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ২০১৫ সালে পৃথক মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে মাদরাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে সমপর্যায়ভূক্ত করেছেন।

জাতীয়করণকৃত স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আন্ত:মন্ত্রণালয়গুলো কাজ করছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি নির্বাচনের আগে সম্পন্ন করা হবে। পাশাপাশি অসুপারিশপ্রাপ্তদের কাম্য যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া ঠিক থাকলে তাদেরও জাতীয়করণের আওতায় আনা হবে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ঝুলে থাকা চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এর আগে ফল প্র কাশের বিভিন্ন তথ্য পাওয়া গেলেও এনটিআরসিএ থেকে জানানো হয় গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ ফল প্রকাশ হতে পারে। কিন্তু বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়ায় ফল প্রকাশ করেনি সংস্থাটি।  ফলে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশে অপেক্ষারতদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশার।

এনটিআরসিএ জানায়, রবিবার সব জটিলতা শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় এনটিআরসিএ। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার অনুমতি পাওয়ার পর ফাইলটি এখন মন্ত্রীর টেবিলে। মন্ত্রী হ্যাঁ সূচক জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল প্রকাশ করা হবে।

৪র্থ গণবিজ্ঞপ্তিতে ৩২ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ২১ ডিসেম্বর। প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় ২০২৩ সালের ১২ মার্চ। ৬৫ হাজার ৪৩৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। এর পর ১ম থেকে ৫ম নিবন্ধন প্রার্থীদের কাগজপত্র যাচাই, আইসিটি পদের প্রার্থীদের সনদ যাচাই, সহকারী মৌলভী প্রার্থীদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা যাচাই, সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতীত অবশিষ্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই, অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করার সময় বৃদ্ধি করা হয়।

২০২৩ সালের ২৭ জুলাই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ আবেদন নেওয়া শেষ হওয়ার পরেও ৯০০ এর বেশি প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণে ভুল করায়, আবারও সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়